Monday, November 11, 2024

IELTS preparation

 IELTS এর প্রেপারেশনের শুরুতে ব্যাসিক গ্রামার ঠিক করতে হবে এবং শব্দগত দক্ষতা বৃদ্ধি করতে হবে। Vocabulary এর জন্য English with Emma & Adam's English Lessons ইউটিউব চ্যানেল থেকে রেগুলার নোটস নিবেন। Cambridge Official Guide বইটা থেকে থেকে প্রশ্নগুলো সমাধানের কৌশল শিখতে হবে। এরপর আপনি Cambridge IELTS (12-19) সিরিজের বই থেকে practice শুরু করতে পারেন।


Listening: আপনি যদি ইংলিশ মুভি কিংবা ইংরেজি খবরগুলো বুঝতে পারেন, তাহলে আপনি বিবিসি (BBC) এর ইংলিশ ভার্সন শোনার প্রাকটিস করবেন। এছাড়া আপনি রেগুলার বিভিন্ন Podcasts শুনবেন। যদি এগুলো শোনার পরে তাদের কথা ঠিকঠাক বুঝতে পারেন, তবে Cambridge সিরিজের বই থেকে প্রাকটিস করা শুরু করে দিবেন। এক্ষেত্রে আপনি বিভিন্ন YouTube channel এর হেল্প নিতে পারেন বিভিন্ন strategies শেখার জন্য। Listening এর জন্য আপনি Banglay IELTS এবং Asad Yaqub এর YouTube channel ফলো করতে পারেন।


Speaking: ফ্রেন্ড কিংবা পার্টনার কিংবা যে কারো সাথে প্রতিদিন অন্তত ৩০মিনিট যেকোনো কিছু নিয়ে ইংলিশে কথা বলার চেষ্টা করতে পারেন। কোনও ফ্রেন্ডের সাথে কথা বলতে গিয়ে shy ফিল করলে, আপনি "Amar Partner" app থেকে প্রাকটিস করতে পারেন। এভাবে মুখের জড়টা কেটে গেলে, আপনি IELTS Speaking এর জন্য প্রাকটিস করা শুরু করতে পারেন। এজন্য আপনি Makkar এর স্পিকিং বইটা থেকে প্রাকটিস করবেন। এছাড়া আপনি English Speaking Success, IELTS Advantage & IELTS Daily এই চ্যানেলগুলো ফলো করবেন। 


Reading: অনলাইন থেকে দেশের যেকোনো দৈনিক ইংলিশ পত্রিকা পড়তে পারেন। ইংলিশ পত্রিকা পড়ার পর, ডিকশনারি দেখে অজানা শব্দের অর্থ খুঁজে বের করুন এবং নোটস করে রাখুন। Economist Magazine সহ বিভিন্ন English Magazine পড়তে পারেন। এরপর Cambridge সিরিজের বই থেকে প্রাকটিস শুরু করবেন এবং একইভাবে অজানা শব্দের অর্থ খুঁজে নোটস করে রাখবেন। রিডিং এর জন্য scanning & skimming টেকনিকটা খুব কাজে দেয়। রিডিং এর জন্য আপনি E2 IELTS এর টেকনিকগুলো ফলো করবেন। তবে আপনি যদি ইংলিশে দুর্বল হয়ে থাকেন তবে Banglay IELTS ইউটিউব চ্যানেলটা দেখবেন। এখানে বাংলায় সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে এবং টেকনিকগুলোও অনেক উপকারে আসবে। 


Writing: আপনাকে একজন মেন্টর ঠিক করতে হবে। যার কাজ হবে, আপনার লিখাগুলোর কারেকশন করে দেয়া। এছাড়া আপনি Grammarly ব্যবহার করতে পারেন। তাহলেই আপনি শিখতে পারবেন। এছাড়া আপনি Liz এর website থেকে practice করতে পারেন। E2 IELTS  এর YouTube চ্যানেলে চারটি practice video আছে, সেগুলো থেকে প্রাকটিস করবেন। Cambridge বইয়ের শেষের sample গুলোও অনেক কাজে দিবে। আর writing এর জন্য আপনি Liz এর দুইটা বই অথবা Makkar এর বইটা ফলো করবেন। Writing এর জন্য Liz IELTS, IELTS Up ইউটিউব চ্যানেলটা দেখবেন এবং তাদের structure টা ফলো করবেন। এছাড়া Banglay IELTS এর Task-1 & 2 নিয়ে দুইটা প্লেলিস্ট আছে, এগুলো অনেক কাজে দিবে। 


মূলত IELTS এর প্রস্তুতি নিতে হবে তিন ধাপে। প্রথম ধাপে, IELTS এর প্রতিটি সেকশন এবং প্রত্যেক ধরণের প্রশ্ন সম্পর্কে জানতে হবে।

দ্বিতীয় ধাপে, বিভিন্ন ট্রিকস ও স্ট্রাটেজিস সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে।

আর সর্বশেষ ধাপে, Cambridge IELTS এর বইগুলো থেকে প্রাকটিস করতে হবে।


সুতরাং, Cambridge IELTS (12-19) থেকে কমপক্ষে ২-৩ মাস অনুশীলন করার পর  Cambridge Official Guide বইটাতে যে আটটি practice test সেগুলো থেকে মক টেস্ট দিতে পারেন। এছাড়া আপনি অনলাইনে banglayielts. com থেকে ফ্রি-তে Cambridge বইয়ের টেস্টগুলো মক টেস্ট হিসাবে দিতে পারবেন।

No comments:

কি করবেন?

 জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?  ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে হচ্ছে কোথাও আটকে আছেন?  কী করবেন তখন? কীভাবে এই ‘আটকে যাওয়...