Sunday, October 22, 2023

কেন শিক্ষা?

 শিক্ষার মূল লক্ষ্য:

# মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা, 

# মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ,

# বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন 

# বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো। 


শিক্ষার সাধারণ উদ্দেশ্য:


ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক, মানবিক, সাংস্কৃতিক, বিজ্ঞানভিত্তিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠাকল্পে শিক্ষার্থীদের মননে, কর্মে ও ব্যবহারিক জীবনে উদ্দীপনা সৃষ্টি করা।

মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তোলা ও তাদের চিন্তা-চেতনায় দেশাত্ববোধ, জাতীয়তাবোধ এবং তাদের চরিত্রে সুনাগরিকের গুণাবলির যেমন: ন্যায়বোধ, অসাম্প্রদায়িক-চেতনাবোধ, কর্তব্যবোধ, মানবাধিকার সচেতনতা, মুক্তবুদ্ধির চর্চা, শৃঙ্খলা, সৎ জীবনযাপনের মানসিকতা, সৌহার্দ্য, অধ্যবসায় ইত্যাদি বিকাশ ঘটানো।

জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারা বিকশিত করে প্রজন্ম পরম্পরায় সঞ্চালনের ব্যবস্থা করা।

দেশজ আবহ ও উপাদান সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষাকে শিক্ষার্থীর চিন্তা-চেতনা ও সৃজনশীলতার উজ্জীবন এবং তার জীবনঘনিষ্ঠ জ্ঞান বিকাশে সহায়তা করা।

দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সাধনের জন্য শিক্ষাকে সৃজনধর্মী, প্রয়োগমুখী ও উৎপাদন সহায়ক করে তোলা; শিক্ষার্থীদেরকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশে সহায়তা করা।

জাতি, ধর্ম, গোত্র নির্বিশেষে আর্থসামাজিক শ্রেণি-বৈষম্য ও নারী পুরুষ বৈষম্য দূর করা, অসাম্প্রদায়িকতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানুষে মানুষে সহমর্মিতাবোধ গড়ে তোলা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা।

বৈষম্যহীন সমাজ সৃষ্টি করার লক্ষ্যে মেধা ও প্রবণতা অনুযায়ী স্থানিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য শিক্ষা লাভের সমান সুযোগ-সুবিধা অবারিত করা। শিক্ষাকে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য হিসেবে ব্যবহার না করা।

গণতান্ত্রিক চেতনাবোধ বিকাশের জন্য পারস্পরিক মতাদর্শের প্রতি সহনশীল হওয়া এবং জীবনমুখী বস্তনিষ্ঠা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিকাশে সহায়তা করা।

মুখস্থ বিদ্যার পরিবর্তে বিকশিত চিন্তাশক্তি, কল্পনাশক্তি এবং অনুসন্ধিৎসু মননের অধিকারী হয়ে শিক্ষার্থীরা যাতে প্রতিসত্মরে মানসম্পন্ন প্রামিত্মক যোগ্যতা অর্জন করতে পারে তা নিশ্চিত করা।

বিশ্বপরিমন্ডলে বিভিন্ন ক্ষেত্রে সফল অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার বিভিন্ন পর্যায়ে ও বিষয়ে উচ্চমানের দক্ষতা সৃষ্টি করা।

জ্ঞানভিত্তিক তথ্যপ্রযুক্তি নির্ভর (ডিজিটাল) বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি (আইসিটি) এবং সংশিষ্ট অন্যান্য (গণিত, বিজ্ঞান ও ইংরেজি) শিক্ষাকে যথাযথ গুরত্ব প্রদান করা।

শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ-সচেতনতা এবং এতদসংক্রান্ত বিষয়ে দক্ষ জনশক্তি সৃষ্টি করা।

দেশের আদিবাসীসহ সকল ক্ষুদ্র জাতিসত্তার সংস্কৃতি ও ভাষার বিকাশ ঘটানো।

সব ধরনের প্রতিবন্ধীর শিক্ষার অধিকার নিশ্চিত করা।

ডিজিটাল পাতার কারীগর -৮০

 ডিজিটাল পাতায় ডিজিটাল কারিগর-৮০

=====================

==বহুমূখী প্রতিভার অধিকারিনী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষায় তথ্য প্রযুক্তি বাস্তবায়নে অগ্র সৈনিক ডিজিটাল আইকন টিচার ভৈরব এর শিক্ষক রায়হানা হক সিলেট বিভাগীয় ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় জয় লাভ করে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হওয়ায় তাঁকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ।ধন্যবাদ a2i কে ।====== 

==বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় এ তথ্য প্রযুক্তি ব্যবহারে সেরা ৫ জন শিক্ষকের মধ্যে অন্যতম সেরা ডিজিটাল আইকন শিক্ষক কিশোরগঞ্জ এর ভৈরবের বাঁশবাড়ী ১ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব রায়হানা হক।ভৈরব শহর থেকে অনেক দূরে অত্যন্ত দরিদ্র এলাকার মফসল স্কুলে তিনি শিক্ষকতা করেন। শিক্ষায় বহুমূখী প্রতিভার অধিকারিনী এই রাইহানা হক। তথ্য প্রযুক্তিতে কাজ করার সুবাধে তাঁর সাথে আমার পরিচয়। আমার অত্যন্ত প্রিয় শিক্ষক তিনি । সারাদেশে শিক্ষায় তথ্য প্রযুক্তি নিয়ে যে সকল সম্মানিত  শিক্ষক কাজ করছেন তাঁদের মাঝে অত্যন্ত সু-পরিচিত জনাব রায়হানা হক। তাঁর খ্যাতি শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর ১০০ এর অধিক দেশের শিক্ষকগণ তাঁকে চিনেন। তিনি অনলাইনে সারা পৃথিবীর শত শত শিক্ষকের  সাথে কাজ করেন। তাঁর যন্ত্র অনলাইন। যুক্ত হন স্কাইপে । পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে তিনি তাঁর বিদ্যালয় এর শিক্ষার্থীদেকেঁ স্কাইপে যুক্ত করে শিক্ষা সংক্রান্ত বিষয় শেয়ার করান। যা বাংলাদেশে আর কেহ করেন কিনা আমার জানা নেই । সর্বোপরি তিনি ইংরেজী বিষয়ের টর্ট ট্রেইনার। পৃথিবীর ৩০ টি দেশের সাথে তিনি স্কাইপে ক্লাস নিয়ে থাকেন। 

জনাব রায়হানা হক Microsoft বিভিন্ন শিক্ষকমূলক কার্যক্রমে সক্রিয় ভাবে কাজ করেন । Microsoft এর একটি অংশ TweetMeet যা SDG relevant কাজ করে থাকে যা কানাডা থেকে পরিচালিত হয় । অত্যন্ত আনন্দের খবর হলো গত ১৬ অক্টোবর “ বাংলা ভাষা “ প্রথম TweetMeet এ  কেন্দ্রীয় স্থান পেয়েছে যার Host এর দায়িত্ব পেয়েছেন রাইহানা হক।আবার রাইহানা হক এশিয়া মহাদেশ থেকে Moderator হিসেবে TweetMeetEdAshia দায়িত্ব পালন করছেন । 

গত বছর Microsoft থেকে Algorithm thinking এ lesson plan তৈরি করে first হয়েছেন M. Raihana  Haque যা আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। 

কাজের স্বীকৃতি হিসেবে ভৈরব উপজেলা এবং কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন । 

তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন । তন্মধ্যে জাপানে এক মাসের প্রশিক্ষণ নিয়েছেন । থাইল্যান্ড  ছাড়াও এ বছর ভারতের নয়াদিল্লীতে ৭ দিনের জন্য exchange visit করেন। তাছাড়া এ বছর মার্চ মাসে তিনি সিঙ্গাপুরে ৭ দিনের Microsoft এর E2 প্রোগ্রামে অংশ গ্রহণ করেন যেখানে পৃথিবীর ৯২ টি দেশের প্রতিনিধিগণ  অংশ গ্রহণ করেন । 

রায়হানা হক আমাদের গর্ব। জনাব রায়হানা হক কে নিয়ে বিস্তারিত পরবর্তীতে লেখার ইচ্ছা আমার আছে । ইতিপূর্বে তাঁর সমপর্কে লিখেছি । আমার দৃঢ বিশ্বাস তিনি জাতীয় পর্যায়ে মাল্টিমিডিয়া ডিজিটাল কন্টেন্ট  প্রতিযোগিতায় চাম্পিয়ন হবেন । তাঁর জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো । সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি  a2i কে এ জন্য যে সারাদেশ এ  রা্য়হানা হক দের মত শিক্ষক তৈরী করে শিক্ষায় তথ্য প্রযুক্তি বাস্তবায়ন করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এর পথ সহজ করার জন্য।    

==== মো: সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , লংগদু , রাঙ্গামাটি পার্বত্য জেলা ।

কেন শিক্ষা?

 শিক্ষার মূল লক্ষ্য: # মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা,  # মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ, # বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন  # বৃত্...