Sunday, October 22, 2023

ডিজিটাল পাতার কারীগর -৮০

 ডিজিটাল পাতায় ডিজিটাল কারিগর-৮০

=====================

==বহুমূখী প্রতিভার অধিকারিনী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষায় তথ্য প্রযুক্তি বাস্তবায়নে অগ্র সৈনিক ডিজিটাল আইকন টিচার ভৈরব এর শিক্ষক রায়হানা হক সিলেট বিভাগীয় ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় জয় লাভ করে জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হওয়ায় তাঁকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ।ধন্যবাদ a2i কে ।====== 

==বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয় এ তথ্য প্রযুক্তি ব্যবহারে সেরা ৫ জন শিক্ষকের মধ্যে অন্যতম সেরা ডিজিটাল আইকন শিক্ষক কিশোরগঞ্জ এর ভৈরবের বাঁশবাড়ী ১ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব রায়হানা হক।ভৈরব শহর থেকে অনেক দূরে অত্যন্ত দরিদ্র এলাকার মফসল স্কুলে তিনি শিক্ষকতা করেন। শিক্ষায় বহুমূখী প্রতিভার অধিকারিনী এই রাইহানা হক। তথ্য প্রযুক্তিতে কাজ করার সুবাধে তাঁর সাথে আমার পরিচয়। আমার অত্যন্ত প্রিয় শিক্ষক তিনি । সারাদেশে শিক্ষায় তথ্য প্রযুক্তি নিয়ে যে সকল সম্মানিত  শিক্ষক কাজ করছেন তাঁদের মাঝে অত্যন্ত সু-পরিচিত জনাব রায়হানা হক। তাঁর খ্যাতি শুধু বাংলাদেশেই নয় পৃথিবীর ১০০ এর অধিক দেশের শিক্ষকগণ তাঁকে চিনেন। তিনি অনলাইনে সারা পৃথিবীর শত শত শিক্ষকের  সাথে কাজ করেন। তাঁর যন্ত্র অনলাইন। যুক্ত হন স্কাইপে । পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে তিনি তাঁর বিদ্যালয় এর শিক্ষার্থীদেকেঁ স্কাইপে যুক্ত করে শিক্ষা সংক্রান্ত বিষয় শেয়ার করান। যা বাংলাদেশে আর কেহ করেন কিনা আমার জানা নেই । সর্বোপরি তিনি ইংরেজী বিষয়ের টর্ট ট্রেইনার। পৃথিবীর ৩০ টি দেশের সাথে তিনি স্কাইপে ক্লাস নিয়ে থাকেন। 

জনাব রায়হানা হক Microsoft বিভিন্ন শিক্ষকমূলক কার্যক্রমে সক্রিয় ভাবে কাজ করেন । Microsoft এর একটি অংশ TweetMeet যা SDG relevant কাজ করে থাকে যা কানাডা থেকে পরিচালিত হয় । অত্যন্ত আনন্দের খবর হলো গত ১৬ অক্টোবর “ বাংলা ভাষা “ প্রথম TweetMeet এ  কেন্দ্রীয় স্থান পেয়েছে যার Host এর দায়িত্ব পেয়েছেন রাইহানা হক।আবার রাইহানা হক এশিয়া মহাদেশ থেকে Moderator হিসেবে TweetMeetEdAshia দায়িত্ব পালন করছেন । 

গত বছর Microsoft থেকে Algorithm thinking এ lesson plan তৈরি করে first হয়েছেন M. Raihana  Haque যা আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। 

কাজের স্বীকৃতি হিসেবে ভৈরব উপজেলা এবং কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন । 

তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন । তন্মধ্যে জাপানে এক মাসের প্রশিক্ষণ নিয়েছেন । থাইল্যান্ড  ছাড়াও এ বছর ভারতের নয়াদিল্লীতে ৭ দিনের জন্য exchange visit করেন। তাছাড়া এ বছর মার্চ মাসে তিনি সিঙ্গাপুরে ৭ দিনের Microsoft এর E2 প্রোগ্রামে অংশ গ্রহণ করেন যেখানে পৃথিবীর ৯২ টি দেশের প্রতিনিধিগণ  অংশ গ্রহণ করেন । 

রায়হানা হক আমাদের গর্ব। জনাব রায়হানা হক কে নিয়ে বিস্তারিত পরবর্তীতে লেখার ইচ্ছা আমার আছে । ইতিপূর্বে তাঁর সমপর্কে লিখেছি । আমার দৃঢ বিশ্বাস তিনি জাতীয় পর্যায়ে মাল্টিমিডিয়া ডিজিটাল কন্টেন্ট  প্রতিযোগিতায় চাম্পিয়ন হবেন । তাঁর জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো । সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি  a2i কে এ জন্য যে সারাদেশ এ  রা্য়হানা হক দের মত শিক্ষক তৈরী করে শিক্ষায় তথ্য প্রযুক্তি বাস্তবায়ন করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এর পথ সহজ করার জন্য।    

==== মো: সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , লংগদু , রাঙ্গামাটি পার্বত্য জেলা ।

No comments:

কি করবেন?

 জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন?  ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে হচ্ছে কোথাও আটকে আছেন?  কী করবেন তখন? কীভাবে এই ‘আটকে যাওয়...