Tuesday, December 25, 2018
Wednesday, December 19, 2018
Tuesday, December 18, 2018
TweetMeet Central
https://t.co/SdCnTNaoc1
Today Meet with over 140 educators around the world on TweetMeet platform at PST10 AM and BST11 pm.The topic is about The Best of 2018. See you there!
Wednesday, December 12, 2018
Sunday, November 25, 2018
ভার্চুয়াল স্কুল
ভার্চুয়াল স্কুল
“আমরা নীতিতে কঠোর কিন্তু আচরণে কোমল,আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল।“
“Creativity is at the heart of what moves our world forward.
“
আমার
স্কুলটি উপজেলা সদর থেকে ১২ কিমি দূরে অবস্থিত। অভিভাবক গণ জুতার কারীগর ও জুতা
ব্যবসায়ি আর দিনমুজুর । যেহেতু আমার শিক্ষার্থিরা ইংরেজিতে দূর্বল আর ঝরে পরে ,তাই
আমার স্বপ্ন কিভাবে এদের ইংরেজি ভাষায় পারদর্শি করা যায় ও স্কুল ভীতি দূর করে তুলা
যায়। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমি বিদেশিদের সাথে স্কাইপ ক্লাস শুরু করি যা
আমার কাজকে ত্বরানিত করছে দূর্বার গতিতে। কারণ তারা ইংরেজি ভাষার শুনার ও বলার
একটা পরিবেশ পাচ্ছে।শুধু কি শিক্ষার্থিরা
উপকৃত হচ্ছে ! না,হচ্ছি আমিও আমার বিদ্যালয়ের সহকর্মি ,অন্যান্য বিদ্যালয়ের
শিক্ষক,আমার সামাজিক মাধ্যমের শিক্ষক বন্ধুরা । আমি এস ডি জি গোলের(SDG) কারিকুলাম ক্রস করে ,এমন প্রজেক্ট নিয়ে স্থানীয় সমস্যার প্রেক্ষাপটের
সাথে মিল রেখে বিদেশী শিক্ষকের সাথে শিক্ষার্থিদের নিয়ে কাজ করছি। আবহাওয়া ও
জলবায়ুর পরিবর্তন, লিংগের সমতা আনয়ন ,নো হাংগার, পিস ডে ইত্যাদি। শিক্ষার্থিরা সমস্যাটি
কি,কেন, এর ফলে কি হচ্ছে বা হবে,কীভাবে সমাধান করা যায়, অন্যান্য দেশের সাথে
নিজেদের তুলনা করে আমাদের ভবিষ্যত করনীয় কি? তা উৎঘাটন করতে শিখছে। তাছাড়া
ভার্চুয়াল ফিল্ড ট্রিপের মাধ্যমে আমি শিক্ষার্থিদের মিশরের পিরামিড,ফেরাউনের লাশ,
আমেরিকা থেকে ফেলিকন পাখি, ডলপিন, ডাইনোসরের মিউজিয়াম,অস্ট্রেলিয়ার মায়া সভ্যতা ও
আর্ট গ্যালারী সরাসরি দেখিয়েছি,ও দেখানো অব্যাহত রাখছি যা তাদের কে বাস্তব
আভিজ্ঞতার ঝুলি বৃদ্ধিসহ অংশগ্রহণমূলক পদ্ধতিতে শিখতে পারছে । আমরা ও স্থানীয়
সমস্যা যেমন, নিরাপদ পানি ও স্যানিটেশন, ট্রাফিক রুলস,ময়লা আর্বজনা কিভাবে রিসাইক্লিনিং
করছে তা বিদেশিদের কাছে শুনছি নিজেরা
কিভাবে মোকাবেলা করব তা শিশুসুলভ মনে ভাবছি। আমরা জানি শিশুরা দেখে শিখে ৮৩% ,
সেই মূলমন্ত্র নিয়ে একুশ শতকের শিক্ষার্থি গড়ে তুলার দুর্বার প্রত্যয় আমার। আমি আমার দেশকে
আগামি প্রজন্মের ও পৃথিবীর অন্য শিক্ষকদের,শিক্ষার্থিদের
কাছে ও তুলে ধরছি,তারা আমাদের দেশের বিখ্যাত জায়গা, জাতীয় প্রতিক ,জাতির পিতা,মুদ্রা
জাতীয় সংগিত ,সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য ইত্যাদি সম্পর্কে জানতে পারছে। তেমনি আমরাও
তাদের সম্পর্কে জানতে পারছি। আমি ক্লাসের বাইরে অরিগামি তৈরি করা শেখাই ওদের সৃজনশিলতা
বৃদ্ধি করতে । আমার সহকর্মিরা অবাক হয়ে দেখে এবং বিশ্বাস করে
এভাবেই শিশুদের এগিয়ে নেয়া সম্ভব তবে তা সরকারি অনুমোদন দরকার যেন মনে না করে এটা
ক্লাসের ক্ষতি,বরং অন্যান্য দেশের মত রুটিনে অনুমোদন চায়।
আমি
বাউন্ডারি বিহীন পেপার লেস স্কুল চাই ,
শিক্ষার্থিদের হাতে ট্যাব থাকবে বা কম্পিটার ল্যাব থাকবে,গেম বেইজ পড়া যেমনঃ কাহুট,মাইনক্রাফট,স্টেইম(STEAM),রোবটিক্স এর মত
সৃজনশীল খেলার ছলে পড়া থাকবে,শিক্ষার্থিরা বাড়ি যেতে চাইবে না, এক ক্লিকে চলে যাবে
পড়ার জন্য দেশ থেকে দেশান্তরে,শিক্ষক থাকব সহায়কের ভূমিকায়, ইংরেজি ভীতি দূর
হবে,স্কুলের পরিবেশ হবে আকর্ষনীয় ও আনন্দময়।
“Educators inspire the next generation of innovators, artists,
a change maker and a story teller.”
Raihana Haque
Head Teacher
Banshgari one GPS
Thursday, November 22, 2018
আই,ই,এল,টি, এস সম্পর্কে সম্মক ধারণা!
আই,,ই এল ,ট্এস (IELTS )হল ইন্টার্নেশনাল
ইংলিশ লঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম যা দ্বারা ভাষা শিক্ষার পারদর্শিতা পরীক্ষা করা
হয়। .যে কোন ভাষার ক্ষেত্রে শোনা, বলা্পড়া, লেখা এর দক্ষতা মাধ্যমে ভাষা শেখানো
হয় । তেমনি ইংরেজি ভাষার বেলায় ও একই
পদ্ধতি অবলম্বন করা হয়।চারটি দক্ষতার মধ্য থেকে speaking test টি আলাদা করে নেয়া
হয় যা অন্য তিনটি পরীক্ষার আগেও হতে পারে আবার পরে ও হতে পারে। তবে লিসিনিং(Listening)
রিডিং(Readingtest) রাইটিং (Writing test)গুলো একসাথে হয় এবং এক ঘন্টা করে হয়ে থাকে।
পুরো তিন ঘন্টা সময় ধরে এই তিনটি স্কিল
যাচাই করা হয়.
এবার জেনে নেয়া যাক স্পিকিং টেস্টি(Speaking
test ) কেমন হয়? প্রথমে সাধারণ পরিচয় মুলক কিছু প্রশ্ন করা হয় যেমন, কোথা থেকে
এসেছো ?কি কর? কেন বাইরে পড়তে যেতে চাচ্ছো ? দ্বিতীয় ধাপে কিউ কার্ড(Cue card) মাধ্যমে
একটি টপিক (Topic) প্রদান করে এবং এ সম্পর্কে 2/3 মিনিট বলতে দেয়া।
তৃতীয় ধাপে, কিউ কার্ড রিলেটেড কিছু কম্প্লেক্স
প্রশ্ন করা হয় এসব কিছু রেকর্ড করা হয়।
এবার আসি , লিসেনিং (listening)টেস্ট টি কেমন
হয়? তাও চারটি সেকশনে বিভক্ত থাকে। যার
উত্তর শুনে শুনে লিখতে হয় ।সবশেষে সে প্রশ্নের উত্তর ট্রান্সপার করার জন্য 10
মিনিট টাইম দেওয়া হয়। যেমন এক্ষেত্রে প্রশ্ন থাকে শূন্যস্থান পূরণ ,সঠিক উত্তর
বেছে নেয়া ইত্যাদি।
রিডিং সাধারণত তিনটি প্যাসেজে বিভক্ত থাকে, তিনটি প্যাসেজের আলাদা প্রশ্ন
থাকে যার উত্তর গুলো সিনোনিম(Similar word) দ্বারা খুঁজে বের করতে হয় যেমন হেডিং(Heading), ট্রু
ফল্স নট গিভেন,(Yes.No,NotGiven) ফিলিংস ব্লাংক (Fill in gaps)ইত্যাদি প্রশ্ন থাকে
।
এখন
চলো আলোচনা করি রাইটিং টেস্ট কেমন করে লিখতে হয়? এখানে দুটি টাস্ক থাকে (Task
-1) গ্রাফিকেল তথ্য দেয়া থাকে।পরীক্ষার্থীকে নূনতম ১৫০ শব্দের বিবরন লিখতে হয়। যেমন- পাই চার্ট, বার গ্রাফ ইত্যাদি ।
(Task-2) বা ২য় টাস্কটি (Essay) আকারে আসে। Bend score
task -1 তুলনায় বেশি পাওয়া যায় । এখানে introduction,body,paragraph and conclution
থাকতে হবে। কম্পক্ষে ২৫০ শব্দ হওয়া বাঞ্চনীয়।নিজস্ব মতামত, তুলনামূলক আলোচনা,
পক্ষে ,বিপক্ষে এবং সমস্যার সমাধান ইত্যাদি type হয়ে থাকে । IELTS অনেক কঠিন হলেও তা চর্চা করলে অনেক সহজ। আর এস এইচ এস সি
পরীক্ষা পাসের পর গ্যাজুয়েশন করতে সুযোগ বেশি। কমনওয়েলথ ভুক্ত দেশগুলো তে ভালো পয়েন্ট পেলে যাওয়া অনেক সহজ বিশেষ করে যারা 7বা 7.5
পায় । আইএল টি এস এক্সামটি সাধারণত বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি এই দুটি প্রতিষ্ঠান
নিয়ে থাকে। অনলাইনে বাড়ীতে বসেই প্রাকটিস করতে পারো। এখানে একাডেমীক (IELTS) কথা বললাম যার
সার্টিফিকেট দুই বছর বলবৎ থাকে
।
Sunday, July 1, 2018
বাতায়নের ঝড়ো হাওয়া!
সবারমত আমার শব্দ ভান্ডার নেই, তাই লিখতে বড্ড বেশি ভয়! তবু ইচ্ছে করে .. মেয়ে আমি! ছোটবেলাতেই মেয়েলি কাজ অসহনীয়। কে জানে কোন জনমে আবার ছেলে ছিলাম কিনা? কিন্তু কম্পিউটার প্রেমি ছিলাম বটে!!! ২০১২ আর পূজোর ছুটি তাই সব শিক্ষক ট্রেনিং করতে নারাজ। তারা শ্রেফ বলে দিল আপনি যান কি আর করা যেই কথা সেই কাজ চলে গেলাম ট্রেনিং করতে।স্যাররা নতুন তবু প্রাণপন চেষ্টা শেখার।আগে থেকে বাসায় কম্পিউটার ছিল বলেই মনে হয় ট্রেনিং এ ভাল মানের কন্টেন্ট তৈরি করতে পেরেছিলাম। তাই আমার কন্টন্টি ঢাকা থেকে আসা পরিদর্শক মহোদয়ের সামনে উপ্সথপন করেছিলাম। তারপর হয়ে গেলাম নিং এর সদস্য।কন্টেন্ট ও আপ্লোড করলাম।কিনতু পথিমধ্যে জীবন যুদ্ধে পরাজিত হয়ে চলে এলাম, হঠাত সাইক্লোন এসে সব এলোমেলো করে দিল।কয়দিন আড়ালে থেকে আর পারছিলাম না।সিলেট পি টি আই থেকে বলা হলো আপনি নাকি চলে গেছেন মডেল স্কুল থেকে? অধিদপ্তর থেকে নাম চেয়েছিল কারা আই সি টি ট্রেনিং ভাল করেছিল তাদের নাম পাঠাতে আমরা আপনার নাম দিয়েছি।কয়দিন পর ডাক আসল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের স্ক্রিপ্ট রাইটিং এর কাজে ব্রাক সি ডি এম সেন্টারে যেতে।সেখানে সেরা কন্টেন্ট নির্মাতাদের দেখে আবার ফিরে যেতে মন চাইল অটো বাতায়নের সদস্য হতে পারা আমার। ইনহাউজ ট্রেনিং থেকে আরো শক্তি নিয়ে কিছু দিনে পরে সেরা হয়ে গেলাম।আর পিছু ডাক শুনে কে হাঁটি হাঁটি পথ চলা , এখন মুক্তপাঠ আমার গৃহ টিউটর আর সারা পৃথিবী আমার পাঠশালা ,যখন যে দেশে যেতে মন চায় চলে যাই। বাতায়ন দিয়ে যে ঝড়ো হাওয়া উঠেছিল তা ভাসিয়ে নিল আমাকে ৭টি মহাদেশে। আমি আজ কৃতজ্ঞ, অবনত আমার শির বাতায়নের কাছে। এভাবে আর ও শত শত শিক্ষকের প্রাণে ঝড়ো হাওয়া তোল বাতায়ন। আমি পাশে থেকে দেখি তোমাকে । আর আবেদন তোমার বদ্ধ জানালা খুলে দাও বিশ্ব দরবারে!দেবে কি? আমার ভিনদেশি বন্ধুরা তোমার স্বাদ নিতে চায়।
Subscribe to:
Posts (Atom)
কি করবেন?
জীবনের সবকিছু এলোমেলো লাগলে কী করবেন? ধরুন আপনি জীবন নিয়ে খুব একটা খুশি নন। মনে হচ্ছে কোথাও আটকে আছেন? কী করবেন তখন? কীভাবে এই ‘আটকে যাওয়...
-
ডিজিটাল পাতায় ডিজিটাল কারিগর-৮০ ===================== ==বহুমূখী প্রতিভার অধিকারিনী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষায় তথ্য প্রযুক্তি বাস্ত...
-
Hey my Fellow! If you want to be success in life, then you will have to be serious with your work. You need to be dedicated with your prof...
-
শিক্ষার মূল লক্ষ্য: # মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা, # মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ, # বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন # বৃত্...