#F1_Visa পর্ব ৪:
আজকের পর্ব ইংরেজি নিয়ে প্রস্তুতি ও বিভিন্ন টেস্ট সম্পর্কিত।
There are several English proficiency tests, including:
IELTS: A popular test that's recognized by many organizations and immigration authorities. It's considered the world's most trusted English test.
TOEFL: An academically-oriented test that's often taken by students who want to attend university in the United States or Canada.
TOEIC: An exam that's geared towards professionals and companies, and tests English usage in a workplace setting.
Duolingo English Test: An online test that's less expensive than other tests and provides results in two days.
Preply: A free online test that provides an approximate evaluation of your English level.
ACTFL Test of English Proficiency (TEP): A test offered by ACTFL.
Other English proficiency tests include:
#PTE Academic (Pearsons Test of English Academic)
#C1 Advanced or C2 Proficiency (Cambridge English: Advanced or Proficiency)
#iTEP (International Test of English Proficiency - Academic-Plus)
#CELPIP
আজকে কথা বলছি IELTS ও Duolingo টেস্ট নিয়ে।
IELTS: IELTS হচ্ছে সর্বজনগ্রাহ্য স্ট্যান্ডার্ড ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। IELTS বা International English Language Testing System কোন কোর্স নয়, এটি ইংলিশ এর চারটি স্কিল Speaking, Listening, Reading ও Writing দক্ষতা পরিমাপের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি টেস্ট। বাংলাদেশ থেকে ব্রিটিশ কাউন্সিল বা আই ডি পি থেকে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে হয়। ফি সম্ভবত ২২০০০/ টাকা। আপনার যদি ইংলিশ স্কিল খুবই ভালো থাকে তাহলে আপনি বাসায় পড়াশোনা করে এবং অনলাইনে বিভিন্ন ভিডিও ও রিসোর্স দেখে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারেন। অথবা পরীক্ষায় ভালো প্রস্তুতির জন্য ব্রিটিশ কাউন্সিল এবং আমেরিকান সেন্টার হতে পারে আপনার শ্রেষ্ঠ সহায়ক। এছাড়া দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ইংলিশ প্রফেসিয়েন্সি বৃদ্ধিতে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করছে। ভালোভাবে প্রস্তুতি ভালো স্কোর করার প্রথম ও প্রধান শর্ত।
Duolingo: বর্তমানে আমেরিকা এবং ইউকে সহ বিভিন্ন দেশ Duolingo টেস্ট এক্সেপ্ট করছে। এটি ঘরে বসে দেয়া যায়, পরীক্ষা পদ্ধতি সহজ, খরচ কম। ফি বাংলাদেশি টাকার আনুমানিক ৫০০০ টাকা। এবং Duolingo তে একটি ভালো স্কোর তোলাও তুলনামূলক সহজ। https://englishtest.duolingo.com/applicants এই লিংকে ক্লিক করে নিজের একাউন্ট তৈরি করে সহজেই পরীক্ষার ধরন দেখা যাবে এবং প্র্যাকটিস টেস্ট দিয়ে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন।
আমার কাছে অনেকের একটি কমন প্রশ্ন হচ্ছে ঘরে বসে কি করে ইংলিশের জন্য ভালো প্রস্তুতি নেয়া যাবে। ইংলিশে একাডেমিক ব্যাকগ্রাউন্ড না থাকলে যে ইংলিশে ভালো করা যাবে না বিষয়টা কিন্তু মোটেও সেরকম নয়। ঘরে বসে ইংরেজি চারটি স্কিল বৃদ্ধির খুবই সহজ কিছু টিপস:
১: প্রতিদিন অন্তত 30 মিনিট রিডিং পড়া। সেটা হতে পারে ইংরেজি নিউজ পেপার, নভেল, বিভিন্ন জার্নাল বা ইংরেজি ম্যাগাজিন।
২: যেকোনো একটি টপিক ধরে প্রতিদিন কমপক্ষে দুই পৃষ্ঠা লেখা। নিজে লেখার পরে কারেকশনের জন্য Gramarly free verson ব্যবহার করা যেতে পারে।
৩: বেশি বেশি ইংলিশ মুভি দেখা, নিউজ শোনা, ইংলিশ মিউজিক শোনা, টেড টকস শোনা।
৪: প্রতিদিন কমপক্ষে পাঁচ মিনিট মিরর প্র্যাকটিস করা। যেকোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে পাঁচ মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে দেখে কথা বলা। কারণ ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রে শুধুমাত্র স্পিকিং কোয়ালিটি নয় বরং বলার ভঙ্গি বা gesture টাও খুবই গুরুত্বপূর্ণ।
যেকোনো কাজে সাফল্যের পেছনে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের দৃঢ় মনোবল এবং লেগে থাকার মানসিকতা। আজকের ভালো প্রস্তুতি আগামী দিনের সাফল্য! Copied from jobeda